আমার দুষ্টু মেয়ে ২৬/৩৬৫ দিনে

 
আজকে প্রাণটিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ওর মুখটা ফুলে একাকার! হাই ডোজ ওষুধ দিতে হবে। অনেকক্ষণ হাসপাতালে ছিলাম। যাবার সময় জিয়ানকে পিটটি দিয়েছিলাম। তাই মনটা অনেক খারাপ ছিল। কিন্তু আসার পর জিয়ানের হাসি হাসি মুখটা দেখে মনটা ভরে গেল।বাচচরা এতো ভাল হয় কেন? আমরা যেখানে নিজেদের ক্ষমা করতে পারি না, ওরা সহজেই সব ভুলে যায়।

CONVERSATION

0 comments:

Post a Comment

Back
to top